Welcome to Department of Ecomomics

Meherpur Govt. College

এক নজরে অর্থনীতি বিভাগ

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজোড়িত  মেহেরপুর জেলার মেহেরপুর সরকারি কলেজ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী  প্রাচীন ও আলোকোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান । মেহেরপুর সরকারি কলেজে ৮টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ৬টিই বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। তার মধ্যে অর্থনীতি বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। বিভাগটি ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত।  কলেজ প্রতিষ্ঠার পর থেকেই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অর্থনীতি বিষয় পড়ানো হয়। ১৯৯৮ সালে অর্থনীতিতে স্নাতক (সন্মান) এবং ২০১৩ সালে স্নাতকোত্তর শ্রেণির পাঠদানের অনুমতি পায়। প্রথিতযশা শিক্ষক জনাব শংকর প্রসাদ সাহার যোগ্য নেতৃত্বে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে থেকে স্নাতক (সন্মান) কোর্সে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। একই ভাবে জনাব এস,এম, গোলাম মোস্তফা বিভাগীয় প্রধান থাকা কালীন স্যারের ঐকান্তিক চেষ্টায় ২০১২-১৩ শিক্ষাবর্ষ হতে স্নাতকোত্তর শ্রেণির যাত্রা শুরু হয়। 


অর্থনীতি বিভাগের যাত্রা শুরু থেকেই প্রথিতযশা, মেধাবী ও কর্মদক্ষ অর্থনীতির শিক্ষকবৃন্দ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিভাগীয় প্রধান হিসেবে যাঁদের নাম প্রণিধানযোগ্য; তাঁরা প্রধান হচ্ছেন জনাব আজিজুর রহমান, জনাব মোহাঃ ওয়াহেদ হোসেন, জনাব এ,বি,এম, আসাদুল হক, জনাব মোঃ খামিরুল ইসলাম, জনাব আবিদ আসাদ, জনাব অজয় কুমার বিশ্বাস, জনাব মোঃ আশফাকুস সালেহীন, জনাব বিকাশ চন্দ্র সাহা, জনাব মোঃ মনজুরুল ইসলাম, জনাব মোহাঃ আবুল হোসেন, জনাব জিয়াউর রহমান, জনাব মোঃ আজিজুল ইসলাম, জনাব মোঃ সহিদুল আলম, জনাব মোঃ আব্দুর রহমান, ড. ইনাম হোসেন, জনাব মোঃ আব্দুল হামিদ। বর্তমানে অর্থনীতি বিভাগের ২৭তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন জনাব মোঃ হাবিবুর রহমান। অনার্স ও মাস্টার্স শ্রেণিতে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বিভাগে একটি সেমিনার লাইব্রেরী রয়েছে যা দেশি বিদেশি বই দ্বারা সমৃদ্ধ। বিভাগের দুইটি প্রযুক্তি নির্ভর শ্রেণি কক্ষ রয়েছে। স্নাতক (সম্মান) কোর্স চালুর সময় থেকেই অর্থনীতি বিভাগে কর্মরত শিক্ষকবৃন্দ দায়িত্বশীলতার মাধ্যমে গুণী শিক্ষার্থী ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিল্প সাহিত্য, ক্রীড়া চর্চার ক্ষেত্রে অর্থনীতি বিভাগের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এই বিভাগ হতে পাশকৃত শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। 

Department Contact Info

Meherpur Govt. College
Meherpur 7101
Wednesday – Saturday 9:00 A.M. – 4:00 P.M.
Thursday – 9:00A.M. – 2:00 P.M.

Social Info

Head of the Department

Md. Habibur Rahman

Associate Professor
Show Details

Md. Habibur Rahman

Associate Professsor
Show Details

Dr. Sanjoy Baul

Assistant Professor
Show Details

Md. Jafor Iqbal

Lecturer
Show Details