Notice

No Title Publish Date
1 Management Department Notice title 7 March, 2021

এক নজরে আইসিটি বিভাগ

নতুন শতাব্দির শুরুতে বাংলাদেশ সরকার কম্পিউটার প্রযুক্তিসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সর্বজনীন শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দেন। এ শিক্ষাকে সহজলভ্য করার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা চালু করার ব্যবস্থা নেন। তৎকালীন নট্রামস, বগুড়া (বর্তমানে নেকটার) থেকে তিন মাসের একটা ট্রেনিং কোর্স সমাপনান্তে উক্ত প্রতিষ্ঠানের সার্টিফিকেট স্ব স্ব  শিক্ষাবোর্ডে জমা দিয়ে আবেদন করলেই বোর্ড কর্তৃপক্ষ বিষয় খোলার অনুমতি দিয়ে দিতেন। এই ধারাবাহিকতায় মেহেরপুর সরকারি কলেজে ২০০৪ সালে কম্পিউটার শিক্ষা বিষয়টি চালু করা হয়। তৎকালীন পদার্থবিজ্ঞানের প্রভাষক নট্রামসের সার্টিফিকেট অর্জনকারী  জনাব মোঃ হাসানুজ্জামান মালেক কে দিয়ে কম্পিউটার শিক্ষা বিষয় প্রথম চালু করা হয়।

২০১৪ সালের পূর্বে বিষয়টির নাম ছিল ‘কম্পিউটার শিক্ষা’। মোট ২০০ নম্বরের প্রথম ও দ্বিতীয় পত্র ঐচ্ছিক/চতুর্থ বিষয় হিসেবে চালু ছিল। বর্তমানে বিষয়টি ১০০ নম্বরের আবশ্যিক ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ নামে চালু আছে। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ খসরু ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক নজির আহমদ সিদ্দিক অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে আইসিটি বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

২০০৮ সালে এ কলেজে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে ৩০টি ডেস্কটপসহ এসি দেয়া হয় এবং কলেজে একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাবের গোড়া পত্তন হয়। পুরাতন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ল্যাবটি স্থাপন করা হয়েছিল। বর্তমানে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় আরো তিনটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। প্রায় ১০০টি আধুনিক মানের ডেস্কটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্ট বোর্ড নিয়ে আইসিটি ল্যাব এখন অনন্যরূপ ধারণ করেছে। পাঁচতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের ৩য় ও ৪র্থ তলায় ইন্টেরিওর কক্ষে উক্ত ল্যাবগুলো অবস্থিত। ইতোমধ্যে উক্ত ল্যাবগুলোতে বিভিন্ন প্রকার ইনহাউস ট্রেনিং এবং সিইডিপি কর্তৃপক্ষের বেসিক আইসিটি ট্রেনিং সুসম্পন্ন হয়েছে।

এ কলেজের অধ্যক্ষ মহোদয় প্রতিটি ছাত্র-ছাত্রীকে আইসিটি ট্রেনিং করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়াও চাকরির বাজারে দক্ষ মানবসম্পদ তৈরিতে রিসোর্স পারসনের মাধ্যমে ছাত্র-ছাত্রীকে ফ্রিল্যান্সিং, ফটোশপ, ডেটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।     

Department Contact Info

Meherpur Govt. College
Meherpur 7101
Wednesday – Saturday 9:00 A.M. – 4:00 P.M.
Thursday – 9:00A.M. – 2:00 P.M.

Social Info

Head of the Department

None

Asistant Professor and Head of the Department
Show Details

Nazir Ahmed

Assistant Professor
Show Details

Munshi A H M Rashedul Haque

Lecturer
Show Details

Name of the teacher

Lecturer
Show Details