Notice

No Title Publish Date
1 Management Department Notice title 7 March, 2021

একনজরে ব্যবস্থাপনা বিভাগ

১৯৬২ সালে কলেজটি প্রতিষ্ঠার পর  এর শুভ সূচনালগ্নেই বাণিজ্য শাখা চালু হলে ব্যবস্থাপনা বিষয় পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। শুরুতে এইচএসসি ও ডিগ্রি (পাস) পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান করা হলেও একবিংশ শতাব্দির চাহিদা বিবেচনায় বর্তমান কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু আছে এবং স্নাতোকোত্তর পর্যায়ে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান আছে। একবিংশ শতাব্দির উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি এবং সীমিত সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে সার্বিক উন্নয়ন অর্জন নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ (সম্মান) কোর্স চালু হয়। শুরুতে ৫০ জন শিক্ষার্থী নিয়ে অনার্স কোর্স চালু হলেও বর্তমানে প্রতিবছর ১০০ জন শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমনে একাদশ, দ্বাদশ, ডিগ্রি (পাস) ও অনার্স পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান অব্যাহত আছে। বিভাগটি ২ জন শিক্ষক ও ১জন অফিস সহায়ক নিয়েপ রিচালিত হচ্ছে।প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসাবে তৎকালীন প্রভাষক জনাব মোঃ সাইফুল ইসলাম বিভাগটিতে অনার্স কোর্স চালু করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।বর্তমানে বিভিন্ন শ্রেণির বিভিন্ন বর্ষের প্রায় ৭০০ জন শিক্ষার্থী ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়নরত। এখান থেকে কোর্স সম্পন্ন করা শেষে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশ বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত থেকে বিভাগ  ও কলেজ তথা এ অঞ্চলের সুনাম ছড়াচ্ছে। ব্যবস্থাপনা বিভাগ এ অদঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে দক্ষ মানব সম্পদ তৈরি ও তার ব্যবহারের মাধ্যমে দ্যূতি ছড়িয়ে দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের অর্থায়নে সিইডিপি প্রজেক্টের সহায়তায় পর্যাপ্ত সংখ্যক আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক অফিস কক্ষ, পর্যাপ্ত আসবাব পত্র , কম্পিউটার , ওয়াইফাই সংযোগ থাকায় যুগোপযোগী বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত ।

Department Contact Info

Meherpur Govt. College
Meherpur 7101
Wednesday – Saturday 9:00 A.M. – 4:00 P.M.
Thursday – 9:00A.M. – 2:00 P.M.

Social Info

Head of the Department

None

Associate Professor and Head of the Department
Show Details

Md. Anamul Hoque

Assistant Professor
Show Details

Munshi A H M Rashedul Haque

Lecturer
Show Details

Name of the teacher

Lecturer
Show Details