Head of the Department



No | Title | Publish Date |
1 | Accounting Department Notice title | 7 March, 2021 |
ঐতিহ্যবাহী মেহেরপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ আপন মহিমায় সমুজ্জ্বল। ২০১৪ সালে হিসাববিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার লগ্ন থেকে অনার্স কোর্স চালু করা হয় এবং ২০২৩ সালে মাস্টার্স কোর্স চালু হলে বিভাগের পূর্ণতা পায়। ২০১৪–২০১৫ শিক্ষাবর্ষে ০৪ জন শিক্ষক ও ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে।
যুগের চাহিদা অনুযায়ী ব্যবসায় শিক্ষার প্রসারের মহান ব্রত নিয়ে এই বিভাগে আগমন ঘটেছে অনেক যোগ্য শিক্ষকের তেমনি সমাগম ঘটেছে অনেক মেধাবী শিক্ষার্থীর, যারা কর্মরত অবস্থায় সেবা দিয়ে যাচ্ছে দেশ–বিদেশে। বিশ্বে মুক্ত বাজার অর্থনীতির কারণে ব্যবসা–বাণিজ্যের ব্যাপক প্রসার লাভ করায় হিসাববিজ্ঞান শিক্ষার আকর্ষণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিভাগে শিক্ষার্থীর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
হিসাববিজ্ঞান বিভাগ চালু হওয়ার পর থেকে অদ্যাবদি বিভিন্ন পদে ২০জন সম্মানিত শিক্ষককে বিভিন্ন মেয়াদে পদায়ন করা হয়েছে এর মধ্যে ০৮ জন বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বপ্রথম বিভাগীয় প্রধান হিসাবে মোঃ মামুনুর রশিদ সিদ্দিকি দায়িত্ব পালন করেন।
হিসাববিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রী (পাস), অনার্স, মাস্টার্স কোর্সে শিক্ষাদানের জন্য সহযোগী অধ্যাপক–১, সহকারী অধ্যাপক–১ ও প্রভাষক–২, মোট ০৪টি পদ সৃষ্ট হয় এবং বর্তমানে সহযোগী অধ্যাপক পদ ফাঁকা আছে।
বর্তমানে অনার্সে আসন সংখ্যা ১০০টি, মাস্টার্স ৫০টি আসন রয়েছে। বিভাগীয় সেমিনারে প্রায় ৩,০০০ বই আছে।
Wednesday – Thursday 9:00 A.M. – 4:00 P.M.