


No | Title | Publish Date |
1 | Bangla Department Notice title | 7 March, 2021 |
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী একটি জেলা মেহেরপুর। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এ জেলার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় ( বর্তমান মুজিবনগর ) বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করায় জেলাটির একটি স্বতন্ত্র ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই জেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি কলেজ, যার যাত্রা শুরু হয় ১৯৬২ সাল থেকে। প্রতিষ্ঠালগ্ন থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা চালু রয়েছে। ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৪ টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। উল্লেখ্য বাংলা বিভাগের সূচনাও সেই ১৯৯৮ সাল থেকেই। প্রথমে স্নাতক পর্যায়ে শুরু হয়, পরবর্তীতে ২০১৪ সালে বাংলা বিভাগে স্নাতকোত্তর পর্যায়েও পাঠদান কার্যক্রম চালু হয়। বর্তমানে বিভাগটিতে অনার্স পর্যায়ে ১০০ টি ও মাস্টার্স পর্যায়ে ৫০ টি আসন নির্ধারিত আছে। সে হিসেবে বাংলা বিভাগে অনার্স ও মাস্টার্স মিলে প্রতিবছর ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত থাকে। শিক্ষক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন ৭ জন –
১। মোঃ এজাজ হোসেন খান
সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ২২ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
২। মোঃ খেজমত আলি মালিথ্যা -সহযোগী অধ্যাপক, ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা)
৩। মঈনুল ইসলাম -সহকারী অধ্যাপক, ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা)
৪। সানজিদা ফেরদৌস – প্রভাষক, ৩৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
৫। মোঃ মনিরুজ্জামান – প্রভাষক, ৩৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
৬। নিলুফার ইয়াসমিন – প্রভাষক, ৩৭ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
৭। বিথী সরকার – প্রভাষক, ৩৮ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
অফিস সহায়ক – মোঃ মিনহাজ উদ্দিন